সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

মশা নিধনে দায়িত্বপ্রাপ্তদের কাজের পরিধি বাড়ানোর আহ্বান : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দিন দিন ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। যারা মশা নিধনের দায়িত্বে আছেন তাদের আহ্বান করবো কাজের পরিধি বাড়ানোর।

বুধবার (০৫ জুলাই) সকালে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম শুরুর উদ্বোধন অনুষ্ঠানে  ভার্চুয়ালি উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর ব্যাপারে নজর রাখতে হবে। যারা মশা নিধনের দায়িত্বে আছেন, তাদের আহ্বান করবো আপনাদের কাজের দায়িত্ব ও পরিধি বাড়ান। দেশে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। রোগী এবং তাদের স্বজনদেরও বলতে চাই সময়মতো চিকিৎসা নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষুধ খাবেন না। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ডেঙ্গু সংক্রমণ আবারও বাড়ছে, হাসপাতালগুলো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। রোগীদের ব্যবস্থাপনাটা দেখছি, এখন মশাটা যাতে নিধন হয় সেই ব্যবস্থাটা করতে হবে- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, হাসপাতালগুলো ভরে যাচ্ছে, চিকিৎসকরা  সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মৃত্যু ঠেকাতে। এক্ষেত্রে রোগীদেরও দায়িত্ব রয়েছে। যথাসময়ে হাসপাতালে আসতে হবে।

এদিকে আজ সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশার দাপটে অতিষ্ঠ রাজধানীবাসীকে মুক্তি দিতে এবার ড্রোন দিয়ে এডিসের লার্ভা শনাক্তে অভিযানে নেমেছে।

উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে সারা বছরই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ডিএনসিসি। তবে দিন দিন ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এখন বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বেড়েছে। এডিস মশা নিধনে ড্রোনের মাধ্যমে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কি না বা জমে থাকা পানি মশার প্রজনন আছে কি না তা সার্ভে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী চার দিনের মধ্যে পৃথক পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের বাসা বাড়িগুলো সার্ভে করা হবে। বেলা ১১টায় মোহাম্মদপুরের আদাবর এলাকায় ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম শুরু হয়েছে।

আরো পড়ুন: সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী

সকালে রাজধানীর আদাবর এলাকায় ড্রোন কার্যক্রমের উদ্বোধন করেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। ড্রোনের সাহায্যে এ বছর সব ভবনে জরিপ কাজ চালাবে উত্তর সিটি করপোরেশন। গত বছর প্রথম ড্রোন দিয়ে বাসাবাড়িতে জরিপ কাজ চালায় সংস্থাটি। তখন ৩ লাখ ৬৫ হাজার ভবন পরিদর্শন করে ২ হাজার ৮শ বাড়ির ছাদ বাগানের অস্তিত্ব পায় সংস্থাটি। যার মধ্যে আড়াইশ বাড়িতেই মেলে এডিসের লার্ভা।

এছাড়াও গতকাল এডিস মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এম এইচ ডি/

এডিস মশা ডেঙ্গু লার্ভা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ড্রোন ছাদ বাগান স্বাস্থ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন